What is proximity sensor? Bangla প্রক্সিমিটি সেন্সর কী?

The proximity sensor is a type of sensor that can detect nearby objects without any touch. Proximity sensors often emit an electromagnetic field or beam of electromagnetic radiation and can detect the presence of an object from it. 

Jan 11, 2023 - 20:43
Jan 14, 2023 - 21:04
 0  9
What is proximity sensor? Bangla প্রক্সিমিটি সেন্সর কী?
The proximity sensor is a type of sensor that can detect nearby objects without any touch. Proximity sensors often emit an electromagnetic field or beam of electromagnetic radiation and can detect the presence of an object from it. 

What is proximity sensor? Bangla প্রক্সিমিটি সেন্সর কী?

The proximity sensor is a type of sensor that can detect nearby objects without any touch. Proximity sensors often emit an electromagnetic field or beam of electromagnetic radiation and can detect the presence of an object from it. প্রক্সিমিটি সেন্সর হল এক ধরনের সেন্সর যা কাছের বস্তুকে স্পর্শ না করেই সনাক্ত করতে পারে। প্রক্সিমিটি সেন্সর প্রায়ই ইলেক্ট্রোম্যাগনেটিক ক্ষেত্র বা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মরীচি নির্গত করে এবং একটি বস্তুর উপস্থিতি সনাক্ত করতে পারে।

প্রক্সিমিটি সেন্সর সাধারণত চার প্রকার হয়

1.PNP NO (PNP NO-Normally Open)

এখানে আমরা বলতেছি পিএনপি নরমালি ওপেন কিন্তু আমরা যদি এটি মিটার দিয়ে চেক করি আমরা কোন কিছু বুঝতে পারব না।  হয়তো এখানে কিলো ওহমসের কিছু রেজিস্টেন্স পাওয়া যাবে। এতে করি আপনি নিশ্চিত হতে পারবেন না আসলে এটি কি অপেন না ক্লোজ?  এটা কি মূলত ওপেন আছে নাকি ক্লোজ আছে যখন এটাতে আমরা ভোল্টেজ দিব তারপর সামনে কোন অবজেক্ট বা মেটাল থাকবে তখনই সেটি ক্লোজ হবে এখানে একটি পজিটিভ ভোল্টেজ পাওয়া যাবে (কালো তারে Black Cable) । একানে NO বা NC দেয়া হয়েছে সহজে বুঝানেরা জন্য। 

2. PNP NC (PNP NC- Normally Closed)

উপরে যে প্রক্সিমিটি নিয়ে আলোচনা করা হয়েছে পিএনপি নরমালি ওপেন (PNP NO-Normally Open)  নিয়ে ঠিক সেটির বিপরীতেই এটি কাজ করবে । যেমন এটির সামনে যখন কোন অবজেক্ট ধরা হবে তখন আউটপুটটি শূন্য ভোল্টেজ হয়ে যাবে কোন ভোল্টেজ পাওয়া যাবে না । যখন এটি সামনে যখন কোন ধাবত বা অবজেক্ট না তখন এটি আউটপুটে পজেটিভ পাওয়া যাবে। 

এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারতেছি যে এটির সামনে কোন অবজেক্ট বা মেটাল থাকলে আউটপুট ভোল্টেজ হবে জিরো আর যখন কোন অবজেক্ট বা মেটাল থাকবে থাকবে না তখন এটির আউটপুট হবে পজিটিভ ভোল্টেজ।  তার মানে উপরে যে প্রক্সিমটি নিয়ে কথা বলেছি আমরা ঠিক এটি বিপরীতে কাজ করতেছে। 

3. NPN NO

এনপিএন প্রক্সিমিটি এটির আউটপুটে হয়ে থাকে সাধারণত জিরো ভোল্টেজ অথবা মাইনাস ভোল্টেজ তাই একটি NPN  দিয়ে প্রকাশ করা হয়েছে।  উপরে যে দুটি প্রকৃতি সেন্সর নিয়ে কথা বলা হয়েছে একটি বিপরীতে অন্য একটি এটিও ঠিক সেভাবে কাজ করবে শুধু আউটপুটের বেলায় পজিটিভ আউটপুট না দিয়ে নেগেটিভ  অথবা জিরো  আউটপুট দিবে। এখানে শুধু এতোটুই তফাত আর কিছুনা । প্রক্সিমিটি  সেন্সরের মত এমন আরো কিছু সেন্সর রয়েছে যে সেন্সর গুলি স্পর্শ ছাড়াই বিভিন্ন প্রকার আউটপুট দিয়ে থাকে যেমন: ডিজিটাল আউটপুট, এনালগ আউটপুট, এছাড়াও দিয়ে থাকে দূরত্ব অথবা ডিসটেন্স মেজারিং সিস্টেম।

4. NPN NC

প্রক্সিমিটি সেন্সর নিয়ে আরো অনেক কিছু বলা যায় আরো অনেক কিছু লেখা যায় লিখে শেষ করা যাবে না।  তারপরও যদি আপনাদের কিছু জানা বা বোঝার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি বিষয়ে আপনার জানতে চান শুধু আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমিনের উপর ভিত্তি করে আমরা পরবর্তী কনটেন্ট তৈরি করব।  আপনারা চাইলে আমাদের এই সাইটে রেজিস্ট্রেশন https://www.selimit.com/register করে আপনারাও নিজের মতামত বিভিন্ন বিষয় লেখালেখি করতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow