সূফি কাকে বলে?

সূফি কাকে বলে? সুফ অর্থ পশম এবং তাসাউউফ অর্থ পশমী কাপড় পরিধানের অভ্যাস (লাবসুস-সুফ) - তাই রহস্যবাদের সাধনায় নিজের জীবনকে উত্সর্গ করার কাজকে তাসাউউফ বলা হয়। যে ব্যক্তি এই ধরনের সাধনায় আত্মনিয়োগ করে তাকে ইসলামী পরিভাষায় সুফি বলা হয়। ইসলামী পরিভাষায় সুফিবাদকে তাসাউউফ বলা হয়, যার অর্থ আধ্যাত্মিক তত্ত্ব।

Jan 11, 2023 - 22:43
Feb 10, 2023 - 23:04
 0  34
সূফি কাকে বলে?
সূফি কাকে বলে? সুফ অর্থ পশম এবং তাসাউউফ অর্থ পশমী কাপড় পরিধানের অভ্যাস (লাবসুস-সুফ) - তাই রহস্যবাদের সাধনায় নিজের জীবনকে উত্সর্গ করার কাজকে তাসাউউফ বলা হয়। যে ব্যক্তি এই ধরনের সাধনায় আত্মনিয়োগ করে তাকে ইসলামী পরিভাষায় সুফি বলা হয়। ইসলামী পরিভাষায় সুফিবাদকে তাসাউউফ বলা হয়, যার অর্থ আধ্যাত্মিক তত্ত্ব।

সুফ অর্থ পশম এবং তাসাউউফ অর্থ পশমী কাপড় পরিধানের অভ্যাস (লাবসুস-সুফ) - তাই রহস্যবাদের সাধনায় নিজের জীবনকে উত্সর্গ করার কাজকে তাসাউউফ বলা হয়। যে ব্যক্তি এই ধরনের সাধনায় আত্মনিয়োগ করে তাকে ইসলামী পরিভাষায় সুফি বলা হয়। ইসলামী পরিভাষায় সুফিবাদকে তাসাউউফ বলা হয়, যার অর্থ আধ্যাত্মিক তত্ত্ব। 

সুফিবাদ সমস্ত ধর্ম, সমস্ত মতামত, সমস্ত দৃষ্টিভঙ্গির বৃত্ত ভেঙে এক মহাপ্রলয়ের মধ্যে দাঁড়িয়ে আছে। সুফিবাদের কোন ধর্ম নেই সুফিবাদ বিভিন্ন ধর্মের মধ্যে বৈষম্য করতে জানে না। শুধু এইটুকু জেনে রাখুন, সুফিবাদ সবার জন্য। প্রেম সর্বজনীন। ভালোবাসা ছোট বা বড় করে না। ভালোবাসা মানুষকে মহান করে। আর সেই প্রেমের বাগানের নাম সুফিবাদ। ভালোবাসার বাগানে ফুটেছে নানা ধরনের ফুল। ভালোবাসার বাগানে অনেক ধরনের ফুল ফুটে। আকর্ষণের প্রশ্নে ভিন্নতা থাকতে পারে। কিন্তু আকর্ষণের খনিই হলাে সুফিবাদ। 

সুফিবাদের মূলে রয়েছে প্রেম। নারী-পুরুষ ছাড়া প্রেম হয় না। গুরু ও শিষ্য এই দুইয়ের মধ্যে কে নারী, আর কে পুরুষ?

'আমি তোমাকে ভালোবাসি' - এই পুরুষ।
'আমি তোমার জন্য অপেক্ষা করছি' - এই মহিলা।

শামস রুমিকে খুঁজে পায়, পৃথিবীতে তার পথে। রুমি শামসের জন্য অপেক্ষা করছে। শিষ্য গুরুকে খুঁজে পায়। -গুরু পুরুষ।
শিষ্য অপেক্ষা করছে গুরুর জন্য। - ছাত্রী.
পুরুষতান্ত্রিক সমাজে নারীরা অবহেলিত। অর্থাৎ অপেক্ষা, শোনার আগ্রহ, পাওয়ার তৃষ্ণা এখন মর্যাদাহীন। সবাই কথা বলতে চায় - কেউ শুনতে চায় না। তাই এখন শুধু গুরু-শিষ্য নেই। সবাই বলে- 'আমি তোমাকে ভালোবাসি'। তাই প্রেম চলে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow